ক‍্যান্সার সচেতনতা শিবির আলিপুরদুয়ারে 


ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি শিবির অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার জেলার সিকিয়াঝোরা পিকনিক স্পট এলাকার অধিবাসীদের মধ্যে।



বুধবার আলিপুরদুয়ার ধ্রুবজ্যোতি মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনগ্রসর ১২ বছরের ঊর্ধ্বে মেয়েদের সচেতন করে মাস্ক ও স্যানেটারী প্যাড বিতরণ করা হয়।



এদিনেরএই শিবিরে উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সম্পাদক অনিমেষ দেব,নন্তু দাস,ঝুম্পা চৌধুরী,পঞ্চায়েত সীমা মিনজ সহ অন্যান্যরা।