উপনির্বাচনের প্রাক্কালে পূর্ব কাঠালবাড়িতে একগুচ্ছ প্রকল্পের সূচনায় জেলা প্রশাসন


অনিক চৌধুরী, আলিপুরদুয়ার: 


সামনেই ফালাকাটা উপনির্বাচন।তার আগে বিগত কিছুদিন ধরেই আলিপুরদুয়ার জেলায় বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং সুচনা শুরু করে করেছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার।বৃহস্পতিবারও পূর্ব কাঠালবাড়ি পঞ্চায়েত এলাকায় একগুচ্ছ নতুন প্রকল্পের সূচনা করল জেলা প্রশাসন ও জেলা পরিষদ।



রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আলিপুরদুয়ার জেলার পূর্ব কাঁঠালবাড়ি পঞ্চায়েতে ৩ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যয় করে ২২ প্রকল্পের সূচনা করা হল বৃহস্পতিবার।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যম প্রকল্পগুলোর শুভ সুচনা করা হয় এদিন।



এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের রাজ্য উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান মৃদুল গোস্বামী,জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা মিনা,বিধায়ক সৌরভ চক্রবর্তী,জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার,জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে,মহকুমা শাসক রাজেশ রাঠোর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।