বাদল অধিবেশনের আগে বাতিল সর্বদলীয় বৈঠক
করোনা আবহের মাঝেই বাদল অধিবেশন ১৪ই সেপ্টেম্বর থেকে শুরু হেব এবং শেষ হবে পয়লা অক্টোবর। তবে এবার বাদল অধিবেশন বসলেও হচ্ছে না সর্বদলীয় বৈঠক। করোনা সংক্রমণের জের বাতিল হল বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক। দুই দশকের মধ্যে এই প্রথমবার সংসদে কোনও অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠক বাতিল করা হল।
এই প্রথম অধিবেশনে থাকছে না জিরো আওয়ার। কেন্দ্রের পক্ষ থেকে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশ্নোত্তর পর্ব না করার। কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে বিরোধী দলগুলি।
এদিকে বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক বাতিলের সিদ্ধান্তে রঙ লেগেছে রাজনীতির। বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করতে চাইছেন না স্পীকার ওম বিড়লা, এমন অভিযোগও উঠছে।রবিবার বাদল অ্ধিবেশনের অ্যাজেন্ডা সম্পর্কে আলোচনা করতে বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক ডেকেছেন স্পীকার।
এবারের বাদল আরম্ভের আগে বেশ কিছু নিয়ম পালন করতে হয়েছে সাংসদদের। সাংসদ দের করোনা টেস্ত পর্যন্ত করানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊