Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলা গানের জগতে নবজাগরণ ঘটাচ্ছে অদিতি মুন্সী

 



বাংলা গানের জগতে নবজাগরণ ঘটাচ্ছে অদিতি মুন্সী


একটা সময় ছিল যখন পুজো মানেই ছিল নতুন বাংলা গানের অ্যালবাম, আবার মাত্র কয়েকটা বছর পেছনে গেলেই দেখা যাবে পুজোর আগে আগমনী অনুষ্ঠানকে ঘিরে উৎসবের আমেজে ভাসতো বাঙালি, তবে বাঙালির কাছে এই বছরটা একদম অন্যরকম- আশ্বিনের বদলে ভাদ্রের শারদপ্রাতে বাঙালি শুনলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়া, তবে বছর বদলালেও আপনাদের প্রিয় অদিতি মুন্সী কিন্তু আজও বজায় রেখেছে সেই পুরনো আভিজাত্য, আর সেই আভিজাত্যকে ফিরিয়ে দিতেই মহালয়ার দিনে অদিতি উপহার দিল একটি পুরাতনী বাংলা আগমনী গান, যার নাম আমার উমা। 


গানটির রচয়িতা ছিলেন বাংলাদেশের শ্রী রামপ্রসাদ ভট্টাচার্য , শুধু গান গাওয়াই না, গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছে অদিতি। ইউটিউব এ গানটি মুক্তি হওয়ার পর, প্রশংসায় ভাসছে অদিতি। 



তবে এরই মধ্যে শোনা যাচ্ছে পুজোতেও একটি বড় উপহার দিতে চলেছে তিনি, একটি অ্যাপ রিলিজ করবে অদিতি যেখানে বাড়িতে বসেই আপনি আপনার পছন্দের গায়কের গান এবং পারফরম্যান্স দেখতে পাবেন,, আর এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আর মাত্র কয়েকটা দিন।। আর অদিতির গানের আপডেট পেতে ভিজিট করুন sangitam.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code