জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিলের দাবিতে কোচবিহার শহরে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে ছাত্র সংগঠন এ আই ডি এস ও ।
১৮ই সেপ্টেম্বর ২০২০,কোচবিহার:
ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও'র কোচবিহার শহর লোকাল কমিটির পক্ষ থেকে সর্বনাশা 'জাতীয় শিক্ষানীতি,২০' বাতিলের দাবিতে এদিন কোচবিহার কাছারি মোরে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদীকা কমরেড রূপালী সরকার, সভাপতি কমরেড বৈশাখী নন্দী, সহসভাপতি কমরেড সাহিন আলম এবং অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃত্বরা জানান, এই শিক্ষা নীতির মাধ্যমে শিক্ষাকে ধর্মীয়করণ, সাম্প্রদায়িকীকরণ, ব্যবসায়ীকরণ ও বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যাওয়ার একটা ঘৃণ্য ষড়যন্ত্র করছে কেন্দ্রীয় সরকার। আমরা মনে করি এই নীতি হচ্ছে সাধারণ গরিব ঘরের ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়ার এবং শিক্ষার ভিত ধ্বংস করার একটা পদ্ধতি। তাই এই নীতি অবিলম্বে বাতিলের দাবিতে ১৫ই আগস্ট থেকে ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই গণস্বাক্ষর কর্মসূচি নিয়েছি। আজকের স্বাক্ষর সংগ্রহের পাশাপাশি আমরা অর্থ সংগ্রহও করি। এই কর্মসূচিতে মানুষের সাড়া পাচ্ছি। এই সর্বনাশা নীতি প্রতিরোধ করতে সর্ব স্তরের ছাত্র সমাজ, শিক্ষক, শুভবুদ্ধিসম্পন্ন শিক্ষানুরাগী মানুষকে এগিয়ে এসে শক্তিশালী আন্দোলনে সামিল হতে আহ্বান করছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊