'প্রচার অস্ত্র' কে কাজে লাগানোর বার্তা রাজ্যের শ্রমমন্ত্রীর, তৃণমূলে যোগদান ৬০০ জনের 



রাজনৈতিক সাফল্য পেতে 'প্রচার অস্ত্র' কে কাজে লাগানোর বার্তা রাজ্যের শ্রমমন্ত্রীর।অলিপিরদুয়ার রবীন্দ্র ভবনে রবিবার তৃণমূলের কর্মীসভায় বিজেপির 'মিথ্যা মিডিয়া প্রচার'কে একহাত নিলেন রাজ্য শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।



রাজ্যজুড়ে প্রতি জেলায় কর্মীসভায় জোর দিচ্ছে রাজ্য তৃণমূল হাইকমান্ড।সেই মতো এদিন জেলা অলিপিরদুয়ারে কর্মীসভার আয়োজন করা হয়।আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক,পর্যটন মন্ত্রী গৌতম দেব,জেলা সভাপতি মৃদুল গোস্বামী, বিধায়ক সৌরভ চক্রবর্তীর পাশাপাশি রাজ্যনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অগনিত জেলা নেতৃত্বের চাঁদের হাট ছিল রবীন্দ্র ভবনে।



এর পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত।রবিবার রবীন্দ্র ভবনে শ্রমমন্ত্রী মলয় ঘটক,পর্যটন মন্ত্রী গৌতম দেব,বিধায়ক সৌরভ চক্রবর্তী,ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দীপ্ত চ্যাটার্জির উপস্থিতিতে মৃদুল গোস্বামীর হাত ধরে প্রায় ৬০০ জন মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।ফালাকাটা থেকে জয়গা প্রতিটি অঞ্চল থেকে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন।