প্রকাশিত হল জিইই মেইনের ফল, ১০০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ ২৪ জন 

JEE Mains Results 2020: ১০০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ ২৪ জন 



করোনার জেরে স্থগিত থাকা JEE Mains পরীক্ষা বহু বিতর্কের মাঝেই গত ১লা সেপ্টেম্বর থেকে ৬ই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হয়। শুক্রবার জেইই মেইন পরীক্ষার ফলাফল ঘোষনা করে বোর্ড। এবারের পরীক্ষায় সারা দেশের মোট ২৪জন পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। 



তেলেঙ্গনায় ৮জন, দিল্লী ৫জন, রাজস্থান ৪জন, অন্ধ্রপ্রেদশ ২ জন এবং গুজরাট ও মহারাষ্ট্রের ১জন করে পরিক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। 



মোট ৮.৫৮ লক্ষ পরীক্ষার্থী এবারের JEE Mains পরীক্ষায় বসতে আবেদন করেছে যার ৭৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যারা কেন্দ্র অনুমোদিত কারিগরি কলেজ গুলো ভর্তির সুযোগ পাবে। 



JEE Mains পেপার ১ ও পেপার ২ -এ উত্তীর্ণ হওয়া ২.৫ লক্ষ পরীক্ষার্থী JEE Advanced পরীক্ষায় বসার ছাড়পত্র পাবে। এই পরীক্ষার মাধ‍্যমে ২৩টি premier Indian Institutes of Technology (IITs) এ ভর্তি হওয়ার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। ২৭শে সেপ্টেম্বর JEE Advanced পরীক্ষা হওয়ার কথা বলেই জানা গেছে।