JEE মেন পরীক্ষার ফলপ্রকাশ
পরীক্ষার সাত দিনের মধ্যেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার(JEE) ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। অনেক আপত্তি থাকা সত্ত্বেও করোনা পরিস্থিতির মধ্যেই ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা হয়েছিল। এনটিএ জানিয়েছে, গত জানুয়ারি মাসে এবং চলতি মাসে দুটি রাউন্ডে যে JEE মেইন পরীক্ষা হয়েছে তাতে ২৪ জন পরীক্ষার্থী ১০০ পারসেন্টাইল স্কোর করেছেন।
আগামী ১৩ সেপ্টেম্বর রবিবার মেডিক্যালে ভরতির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (NEET)নিট। তার আগেই গতকাল রাতে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রবেশিকার ফল প্রকাশ হয়ে গেল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন। মাত্র সাত দিনের মধ্যে NTA যে দ্রুততায় ফল প্রকাশ করল তা অবাক করার মতোই। এ বছর জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিয়েছেন ৮ লাখ ৫৮ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের সুরক্ষার জন্য জয়েন্টে কেন্দ্রের সংখ্যা ৫৭০ থেকে বাড়িয়ে ৬৬০ করা হয়েছিল।
JEE পরীক্ষার রেজাল্ট দেখা যাবে jeemain.nta.ac.in ওয়েবসাইটে। সেখান থেকে প রীক্ষার্থীরা তাদের স্কোর কার্ড ডাউনলোড করে নিতে পারবে।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (জেইই) প্রধান 2020 পরীক্ষায় মোট 24 জন পরীক্ষার্থী 100 শতাংশ স্কোর করেছে ।তেলেঙ্গানার আটজন ছাত্র 24 জন পরীক্ষার্থীর মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় শীর্ষে ছিল এবং দিল্লী থেকে পাঁচজন ছাত্র রাজস্থান থেকে 100 শতাংশ স্কোর অর্জন করেছে ।
তেলেঙ্গানার চুক্কা তনুজা 100 শতাংশ স্কোর সহ একমাত্র মহিলা প্রার্থী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊