মোদিজির জন্মদিন উপলক্ষে ১৬০০ কোটি টাকার প্রকল্প লঞ্চ



সুরশ্রী রায় চৌধুরী, কলকাতাঃ 

আজ, বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। প্রধানমন্ত্রী মোদীকে  সমাজের বিভিন্ন স্তরের মানুষ ভালবাসেন। মোদিজির ৭০ তম জন্মদিনে দেশবাসী যেমন শুভেচ্ছার বন্যা বয়েছে তেমনই দেশবাসীর জন্য  একাধিক রিটার্ন গিফট ঘোষণা করা হচ্ছে। 


মোদিজির জন্মদিন উপলক্ষে ১৬০০ কোটি টাকার প্রকল্প লঞ্চ করছে গুজরাত সরকার৷ আজ অর্থাত্‍ বৃহস্পতিবার গান্ধিনগর থেকে ওই প্রকল্পের ই-লঞ্চ করবেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল৷

এই উদ্বোধন অনুষ্ঠানে দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে পারেন৷ গুজরাতের ৩৩টি জেলার ৭০টি জায়গায় একাধিক প্রকল্প রয়েছে এর আওতায়৷ ১৬০০ কোটি টাকার প্রকল্পের পাশাপাশি গো-ভিত্তিক অর্গ্যানিক চাষে কৃষকদের উত্‍সাহিত করার জন্য প্রতিমাসে ৯০০ টাকা করে আর্থিক সাহায্যও দেওয়া হবে৷ ৪ হাজার ৯০০ কৃষকের জন্য ১.৩২ কোটি বরাদ্দ করা হয়েছে৷ গুজরাত সরকারের লক্ষ্য ২ লক্ষ কৃষকের কাছে পৌঁছনো৷ তার জন্য বরাদ্দ ৮০ কোটি টাকা৷

আরও একটি প্রকল্পে আদিবাসী অধ্যুষিত নর্মদা জেলার সগবরা ও দেদিয়াপাড়ায় জল প্রকল্প, সঙ্গধ তালুকের ২০৫টি গ্রাম দেশবেসীকে উত্‍সর্গ করা হবে মোদির জন্মদিন উপলক্ষে৷ তৃতীয় প্রকল্পটি রাজধানী গান্ধিনগরে ২৪ ঘণ্টা জল সরবরাহের৷ বর্তমানে ৬.৫ কোটি লিটার জল সরবরাহ করা হয় গান্ধিনগরে৷ তা বাড়িয়ে করা হচ্ছে প্রতিদিন ১৬ কোটি লিটার৷ এর জন্য খরচ হচ্ছে ২১৯ কোটি টাকা৷

এছাড়া IIM-আহমেদাবাদ, IIT-গান্ধিনগর, GSRTC, গুজরাত গ্যাস সহ একাধিক সংস্থার সঙ্গে ১০টি মউ স্বাক্ষর করছে গুজরাত সরকারের জলবায়ু পরিবর্তন দফতর৷ এই দফতরটি শুরু করেছিলেন নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন৷

ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ চিঠিতে তিনি লেখেন, "সরকারের প্রধান পদে থেকে আপনার কাজকর্ম আন্তর্জাতিক মঞ্চে বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছে ৷ আপনার  নেতৃত্বে ভারত সাফল্যের সঙ্গে সামাজিক-অর্থনৈতিক, বিজ্ঞান এবং প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে ৷"

শুভেচ্ছা জানিয়েছেন বলিউড 'কুইন' কঙ্গনা তিনি  বলেন,  "প্রধানমন্ত্রী মোদীকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ভালবাসেন, শ্রদ্ধা করেন। যাঁরা প্রধানমন্ত্রীর সম্পর্কে অপশব্দ ব্যবহার করেন, তাঁদের সংখ্যা খুবই কম।"     

কঙ্গনার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে বলিউড সেলেব, প্রধানমমন্ত্রীর ৭০-এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।