ধোনির অবসরের দিনেই যুবরাজের কামব্যাক ! জল্পনা ক্রিকেট মহলে
SANGBAD EKALAVYA:
ভারতের স্বাধীনতা দিবসের দিনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর পথ অনুসরণ করে অবসর ঘসনা করেছেন আরেক ক্রিকেটার সুরেশ রায়না। এদিকে ক্রিকেট থেকে অবসর নেওয়া যুবরাজ সিংহের ক্রিকেটে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে ক্রিকেটমহলে। সৌজন্যে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে। যুবরাজকে অবসর ভেঙে খেলায় ফেরার অনুরোধ জানিয়েছেন পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনিত বালি। যুবরাজকে রাজ্যদলের প্লেয়ার কাম মেন্টর হিসেবে দেখতে চায় পঞ্জাব ক্রিকেট সংস্থা। তবে এর প্রেক্ষিতে যুবরাজ সিং অবশ্য এখন পর্যন্ত কিছু জানাননি। যদিও এখন ক্রিকেটে ফিরতে হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) অনুমতি নিতে হবে যুবিকে।
Punjab Cricket Association (PCA) secretary Puneet Bali has requested former India all-rounder Yuvraj Singh to come out of retirementhttps://t.co/G1W9cSKeK4
— NewsBytes (@NewsBytesApp) August 15, 2020
যুবরাজ সিং ভারতের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন। এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর মালিক যুবরাজ সিং ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সেরা ক্রিকেটার ছিলেন। ক্যান্সার ধরা পড়ার পরও দেশ ও দলের কথা ভেবে অসুস্থতা নিয়েই খেলা চালিয়ে গিয়েছেন। দীর্ঘদিন চিকিৎসার পর ক্যান্সার জয় করে মাঠেও ফায়ার এসেছিলেন তিনি। যদিও জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় ২০১৯ সালের জুন মাসে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। দেশের হয়ে ৪০ টি টেস্ট, ৩০৪টি ওয়ান ডে,৫৮ টি টি-২০ ম্যাচ খেলেছেন যুবরাজ। জাতীয় দলের পাশাপাশি তিনি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়েও খেলেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊