Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইন্টারনেট স্পিড বাড়িয়ে দেওয়ার আবেদনে সোনু সুদের জবাব রীতিমতো ভাইরাল

 

ইন্টারনেট স্পিড বাড়িয়ে দেওয়ার আবেদনে সোনু সুদের জবাব রীতিমতো ভাইরাল

দেশে লকডাউন জারি হতেই অসহায় মানুষদের কাছে ভগবানের রূপে ধরা দিয়েছেন অভিনেতা সোনু সুদ। ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের ঘরে ফিরিয়েছেন নিজ উদ্যোগে। পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থাও করেছেন। এছাড়াও বিভিন্ন সাহায্যের আবেদনে কখনো কাউকে নিরাশ করেননি বলিউডের এই খলনায়ক। অভিনেতার এই মানসিকতা দেখে সোশ্যাল মিডিয়ায় নানারকমের আবেদন হামেশাই আসে এখন। সম্প্রতি এক ভক্তের আবেদনে তাঁর জবাব ভাইরাল হয়েছে। 


লকডাউনে 'work from home' পরিষেবা দিতে গিয়ে ইন্টারনেট বেশ কিছু মাস ধরে নানা সমস্যায় ফেলছে। যার ফলে একাধিক অভিযোগ উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। সোনু সুদের কাছে এবার সেই পরিষেবা ঠিক দেওয়ার অনুরোধ জানালো একজন। তবে তা দেখে পাশ কাটিয়ে না গিয়ে কৌতুকপূর্ণ উত্তর দিলেন তিনি। ট্যুইট করে লিখেছেন,"তুমি কি আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবে? বর্তমানে আমি কারো কম্পিউটার সারাইয়ে, কারো বিয়ে ঠিক করতে, কারো ট্রেনের টিকিট কনফার্ম করতে অথবা কারো ঘরের জলের সরবরাহ ঠিক করতে ব্যস্ত। এইসব গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন আমাকে মানুষ।"

এরকম মজাদার উত্তর দিতে আগেও দেখা গেছে এই অভিনেতা কে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code