আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ের ফল প্রকাশ
তনুময় দেবনাথ, সংবাদ একলব্যঃ
করোনার কারনে দীর্ঘ অপেক্ষার পর আজ শুক্রবার ৭ অগাস্ট রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ের ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দুপুর ৩টা নাগাদ ফলপ্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা দেখতে পাবেন তার পর থেকে বিভিন্ন ওয়েব সাইট থেকে।
যেসব সাইটে ফলাফল জানা যাবে সেগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in
ফলাফল ও rank জানার পর ছাত্রছাত্রীরা তাদের rank কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন।এবছর ২ ফেব্রুয়ারী ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। লকডাউনের জেরে ফলপ্রকাশ থমকে ছিল এতদিন। সবেমিলিয়ে ৬ মাসের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড। জানা যায় এবার কাউন্সেলিংও হবে অনলাইনে।এবছর ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকায় বসেছিলেন ৮৮,৮০০ পরীক্ষার্থী। প্রসঙ্গত গত বছর রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে বহু আসন খালি পড়েছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊