বালিকা বন্দর কর্ম তীর্থে জীবানু নাশক স্প্রে


নিজস্ব সংবাদদাতা ,বড়শাকদল, ৭ আগষ্ট ২০২০: 

দিনহাটা 2 সমষ্টি উন্নন আধিকারিকের নির্দেশে বড়শাকদল গ্রাম পঞ্চায়েতর গ্রামীণ সম্পদ কর্মীরা  গতকাল বড়শাকদল বালিকা বন্দর বাজারে পূর্বে covid 19 এর জন্যে ব্যবহার করা কর্ম তীর্থটি পুনরায় চালু করতে  জীবাণুনাশক স্প্রে করলেন। করোনা পরিস্হিতিতে এই গ্রামীণ সম্পদ কর্মীরা নিরলস ভাবে বালিকা বন্দর বাজার এবং বাজার সংলগ্ন  অঞ্চল গুলি প্রথম থেকেই দায়িত্ব সহকারে স্যানিটেশন করে চলছেল  বলে স্হানীয় সূত্রে জানা যায়। 


যদি এই অবস্হায় এক গ্রামীণ সম্পদ কর্মী অজয়  বর্মন ক্ষোভ প্রকাশ করেছেন।তার মতে  "যখন সাধারন মানুষ সামাজিক দূরত্ব মেনে চলে নিজেদের করোনা মুক্ত রাখার প্রচেষ্টা চালাচ্ছে, তখন আমরা কোনো জীবন বিমা ছাড়াই এভাবেই দেশের জন্যে কাজ করে চলেছি । তাই আমাদের কোনও জীবন বীমার আওতায় আনা হোক। "