পৃথিবীর সবথেকে বড়ো হনুমান মূর্তি তৈরী হতে চলেছে কর্নাটকে 

সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় তৈরী হচ্ছে বহুপ্রতীক্ষিত রামমন্দির। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভুমিপুজোর মাধ্যমে কাজ শুরু হয় মন্দিরের। তবে কেবল রামমন্দিরই নয়, অযোধ্যায় তৈরী হতে চলেছে এক বিশাল রামমূর্তিও। এই একই দিনে কর্নাটকে গঠিত হল 'হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট'। তাঁরা ঘোষণা করেছে ভগবান রামের পরম ভক্ত হনুমানের আকাশছোঁয়া মূর্তি তৈরী হবে কর্ণাটকের হাম্পিতে।


ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা গোবিন্দানন্দ সরস্বতী স্বামী জানিয়েছেন রাম জন্মভূমি ট্রাস্ট গঠনের দিনই গঠিত হয়েছিল হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টও। হনুমানের জন্মভূমি হিসাবে পরিচিত কিস্কিন্ধ্যা যা বর্তমানে হাম্পি হিসাবেই পরিচিত। সেখানেই এই বিশাল হনুমান মূর্তি নির্মান করা হবে। যার উচ্চতা হবে ২১৫ মিটার। 

এই মর্তি বিশ্বে হনুমানজীর সবচেয়ে বড় মূর্তি হতে চলেছে বলে দাবি করা হচ্ছে ট্রাস্টের পক্ষ থেকে। তবে ট্রাস্টের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে হনুমানজি ভগবান রামের ভক্ত হওয়ায় তার মূর্তির উচ্চতা রামমূর্তি থেকে কম করা হবে। রামমূর্তি উচ্চতা নির্ধারিত হয়েছে ২২১ মিটার, অর্থাৎ হনুমান মূর্তির উচ্চতা হবে ২১৫ মিটার।