আচমকা ক্রেন ভেঙ্গে মৃত্যু হলও ১০ জন শ্রমিকের। বেশ কয়েকজন আহত। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

আজ সকালে বিশাখাপত্তনমে হিন্দুস্থান শিপিইয়ার্ডে [Hindustan Shipyard Limited] এই দুর্ঘটনাটি ঘটে। মুখ্যমন্ত্রী ওয়াইএস জগমনমোহন রেড্ডি ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিশাখাপত্তনাম জেলা কালেক্টর এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন ।

জানাগেছে, অতিরিক্ত মাল বোঝাইয়ের জন্যই এই বিপত্তি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। এখনো উদ্ধার কাজ চলছে।