Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাথায় হাত পাট চাষিদের

মাথায় হাত পাট চাষিদের  


সংসার চালাতে পাটের থেকে আশ তুলে সেই আশ মালিকের জন্য রেখে নিজেরা অবশিষ্টাংশ পাটকাঠি রেখে এখন সেই কাজ করছেন বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ জনেরা।সকাল থেকে দুপুর সেই কাজ এখন বড় থেকে ছোট কিংবা পুরুষ থেকে মহিলা বৃদ্ধ সকলেই এই কাজ করে চলেছেন।তারা সারাদিন পাট থেকে আশ বের করে সেগুলো পুকুরে কিংবা খাল বিলে ধুয়ে তারপর বাকি পাটকাঠি তারা রাখছেন নিজের জন্য।

যদিও এখন করোনার জন্য বিভিন্ন জায়গায় কাজের অভাব।তাই এই ধরনের কাজ করে কিছু টা হলেও সংসারের কাজে লাগবে তাই এই পাট ছোলার কাজ তারা অনবরত করে চলেছেন। যদিও এই ধরনের কাজে আয় নেই তবুও করে চলেছেন এই কাজ।

আর অন্যদিকে যারা পাটচাষী তাঁদের কপালেও চিন্তার ভাঁজ। সাধারণত গ্রামীন এলাকায় ঈদের বাজার হোক কিংবা পূজার বাজার সবই চলত এই পাটের উপর নির্ভর করে। কিন্তু একদিকে করোনা সংক্রমণের ভয় অন্যদিকে লকডাউনের ফলে পাটের পাইকারের এখনো তেমন দেখা নেই গ্রামীন বাজার গুলোতে। তাই নিয়ে চিন্তিত পাট চাষীরা।

বিস্তারিত শুনুন ভিডিওতে-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code