উত্তরের গুণী সুজন উত্তম কুমার মোদক 

শুভাশিস দাশ 


'বিকল ট্রাণ্জিস্টারের মতো কাটছে জীবন 
লক ডাউনের ভেতর চুলকানির শান্তি কোথায় 
হু হু বেড়ে যাচ্ছে দাম সব সম্পর্কের স্বাদ কুচুটে 
মরা বিকেল গুলো যা , রিফু করে নিষন্ন সীবন । ' 

এরকমই উচ্চারণ করেন উত্তম কুমার মোদক । জীবনের অতলে গিয়ে খুঁজে নেন দুঃখ সুখের নিজস্ব শব্দ । এই সময়ের একজন অন্য মাত্রার কবি উত্তম কুমার মোদক । 

ঘুরে বেড়ানোর নেশা তাঁকে আষ্টে-পৃষ্ঠে বেঁধে রেখেছে ।  গদ্য লেখার হাতটিও তাঁর সুন্দর ।  তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়ে আসছে উপমহাদেশ পত্রিকা । 

উত্তরের বিশেষ পরিচিত মুখ উত্তম কুমার মোদক ছোট বড় মাঝারি সব পত্রপত্রিকায় লিখে আসছেন , লিখছেন । 

তাঁর লেখনী চলতে থাকুক এই শুভ কামনা আমাদেরও ।