উত্তরের গুণী সুজন চিত্রশিল্পী প্রিয়া সাহা




শুভাশিস দাশ ঃ
যে রাঁধে সে চুলও বাঁধে ' আর তাইতো আমরা দেখি ঘর সংসার সামলে নিজের খেয়ালে দুর্দান্ত সব ছবি এঁকে চলেছেন উত্তরের চিত্র শিল্পী প্রিয়া সাহা ।


ছোটবেলা থেকেই ছবি আঁকার নেশা তাঁকে পেয়ে বসেছিল । চিত্রশিল্পী নন্দ দুলাল কুন্ডু এবং বকুল স্যারের কাছে অঙ্কনের প্রথম পাঠ নেয়া ।

লেখা পড়ার পাশাপাশি ছবিও এঁকে যেতেন এই শিল্পী ।
প্যাস্টেল ও জল রঙে তিনি ছবি আঁকেন ।

ছবি আঁকার প্রতি তাঁর যে গভীর ভালবাসা তা তাঁর ছবি দেখলেই বোঝা যায় ।
প্রিয়া সাহা তাঁর ছবি আঁকায় মগ্ন থাকুনএবং তাঁর আঁকা ছবি ছড়িয়ে পড়ুক বহুদূর এই শুভ কামনা রইলো ।