স্কুল খুলতে চেয়েছিলেন ট্রাম্প- ফেসবুক-ট্যুইটার কতৃপক্ষ ডিলিট করলো ট্রাম্পের পোস্ট 



গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে যেখানে করোনার বলি ১ হাজার ২৬২ জন। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ লক্ষ ১৮ হাজার ৩২৮। মৃত্যু মিছিলে সামিল ১ লক্ষ ৫৭ হাজার ৯৩০ জন। সেখানে ট্রাম্পের করোনাভাইরাস সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোয় তা ডিলিট করে দিলো ফেসবুক ও ট্যুইটার কতৃপক্ষ। 

সংবাদ সংস্থা এএফপি-র জানিয়েছে, প্রেসিডেন্টের করা পোস্টটি ভয়ানকভাবে ভুল থাকায় ফেসবুক সেটি তুলে নিল। 

কিন্তু কি ছিলো সেই পোস্টে ? জানা যাচ্ছে, ট্রাম্পের পোস্ট করা ভিডিওটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকার। যেখানে ট্রাম্প দাবি করেছিলেন,-"এবার স্কুলগুলি খুলতে হবে। মার্কিন শিশুরা করোনার বিরুদ্ধে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে।" 

এই বার্তাটিকে কোভিড-১৯ বিষয়ক ভুয়ো তথ্য বলে চিহ্নিত করেছে ট্যুইটার। একটি বিবৃতিতে সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এই অ্যাকাউন্টের মালিককে নিজের করা এই ভুল ট্যুইটটি অ্যাকাউন্ট থেকে সরাতে হবে, তার পরেই এই অ্যাকাউন্ট তিনি পুনরায় ব্যবহার করতে পারবেন।

ইতিমধ্যে অবশ্য ভিডিওটি ডিলিট হয়েছে, যার ফলে ট্রাম্পের একাউন্ট বর্তমানে সচল।