At least 8 people died several Injured on Thursday after fire broke out at around 3:30 am at the ICU ward on the 4th floor of dedicated COVID Hospital Shrey hospital in Navrangpura.
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৮ কোভিড পজেটিভ রোগী। আজ ভোর ৩.৩০ টা নাগাদ আগুন লাগে আহমেদাবাদ SHREY HOSPITAL এর ইন্টেন্সিভ কেয়ারে। সেখানে থাকা ৮ কোভিড চিকিতসাধীন রোগী পুড়ে ছাই হয়ে যায়।
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে দমকল বাহিনী। শ্রেই হাসপাতাল থেকে তড়িঘড়ি প্রায় ৪০ জন কোভিড রোগী সরিয়ে সিভিক হাসপাতালে ভর্তি করা হয়।
Watch | Inside the intensive care unit of Ahmedabad's #ShreyHospital where 8 died after a huge fire broke out this morning. pic.twitter.com/0ASPGmXek9
— NDTV (@ndtv) August 6, 2020
যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা প্রত্যেকেই আইসিইউ ওয়ার্ডে ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা ছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊