পর্যটকদের জন্য নতুন নির্দেশিকা জারি করলো ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ 


ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) বুধবার রাজ্যে কোভিড -১৯ এর ক্রমবর্ধমান বর্তমান পরিস্থিতিতে গোয়া রাজ্যে আগত লোকদের জন্য নতুন গাইডলাইন জারি করেছে।


Airport Authority of India জানিয়েছে- যদি কেউ গোয়ায় পৌঁছায় তবে তাঁকে অবশ্যই ১৪ দিনের হোম কোয়ারান্টিনে বাধ্যতামূলক ভাবে থাকতে হবে, বিকল্প হিসাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেও থাকা যেতে পারে। 


তবে ভারতীয় বিমানবন্দর কতৃপক্ষ সাথে আরও জানিয়েছে কোন যাত্রী যদি ICMR স্বীকৃত পরীক্ষাগার থেকে ৪৮ ঘন্টার মধ্যে করোনা টেস্ট করে [নেগেটিভ রিপোর্ট হলে] তবে সেক্ষেত্রে ছাড় রয়েছে। 



এছাড়াও গোয়ায় ঘুরতে আসা পর্যটকদের জন্য যে সমস্ত বিধি নিষেধ জারি করা হয়েছে-
  • পর্যটন বিভাগের সাথে নিবন্ধিত হোটেল গুলিতে থাকার জন্য অগ্রীম বুকিং আবশ্যক।
  • এন্ট্রি পয়েন্টে অগ্রিম বুকিং এর তথ্য যাচাই করা হবে। 
  • এন্ট্রি পয়েন্টে বেসিক স্ক্রিনিং করাতে হবে। 
  • কোন পর্যটক যদি অসুস্থ হন বা কোভিড-১৯ এর কোন লক্ষণ দেখা দেয় তবে সেই পর্যটকের টাকায় নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে বা হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করতে হবে। 
  • যদি কোন যাত্রীর কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট না থাকে তবে তাঁকে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা করতে হবে। 
  • এরপরে, ফলাফল না পাওয়া পর্যন্ত তাদেরকে শেল্ফ কোয়ারেন্টিনে থাকতে হবে।
  • আরোগ্য সেতু মোবাইল অ্যাপ্লিকেশন বা একটি স্ব-ঘোষণার ফর্মের মাধ্যমে যাত্রীরা তাদের স্বাস্থ্যের অবস্থা জানাবেন।