নেটিজেনদের কাছে এখন একটাই প্রশ্ন কে এই  বিনোদ? আর কেনই বা ভাইরাল ? এককথায় নেট দুনিয়া এখন মজে আছে বিনোদ (binod) নিয়ে। তৈরি হচ্ছে হাজারো মিম। চারিদিকে একেবারে হুলুস্থল।

এমনকি আসরে নামতে দেখা গেছে মুম্বাই পুলিশ কেও। মুম্বাই পুলিশের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে মুম্বাই পুলিশ জানিয়েছে- "প্রিয়  বিনোদ, আমরা আশা করছি আপনার নাম আপনার অনলাইন পাসওয়ার্ড নয়, এটি সুন্দর একটা ভাইরাল, অনলাইন সুরক্ষার জন্য পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিন।"  

 

Binod এখন এতটাই ভাইরাল যে Paytm ট্যুইটার একাউন্টে তার নাম পাল্টে রেখেছে BINOD ! 

 

বোঝা গেলো বিনোদ কতটা ভাইরাল? কিন্তু কি এর আসল রহস্য , যার জন্য হাজারো মিম তৈরি হচ্ছে স্যোসাল মিডিয়ায়?  আসুন দেখে নেই কিছু #binod এর ভাইরাল মিম-



এরকম হাজারো মিম তৈরি হয়েছে গত কয়েকদিনে এবং এখনো হচ্ছে । কিন্তু কেন? আসুন জেনে নেই। 


কমেন্ট যে ভাইরাল হতে পারে এতটা তা বিনোদ ই বোধ হয় প্রথম প্রমান করে দিলো। স্লে পয়েন্ট নামের একটি ইউটিউব চ্যানেল গত ১৫ জুলাই একটা ভিডিও পোস্ট করে। ভিডিওটিতে নানান ধরনের কমেন্ট নিয়ে একটা মজাদার ভিডিও বানানো হয়। এই ভিডিওতে বলা হয় ভারতে কমেন্ট সেকশন একটা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। উদাহরণ দেওয়ার সময় বলা হয় বলা হয় কমেন্ট করবার সময় কেউ ভাবে না কি কমেন্ট করা উচিৎ। কিছুদিন আগে একটা বিনোদ থারু নামের কেউ একজন কোন একটি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে নিজের নামটুকুই শুধু কমেন্ট করেছিলেন, আর তাতেই ৭ জন লাইক করে। আর এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই ভাইরাল হয়ে যায় বিনোদ। আসুন দেখে নেই সেই ভিডিওটি -