ন্যুনতম মজুরি পাচ্ছেন না চা শ্রমিকরা 



নতুন বাগান মালিক ছয়টি ইউনিয়ন শ্রমিক সংগঠন গুলোর সাথে কোন রূপ আলোচনা না করে একতরফা ভাবে ১লা জুলাই থেকে দৈনিক মজুরি ১৫৯ টাকা ঘোষণা করে। এই অভিযোগে  দলমত নির্বিশেষে সব শ্রমিক সংগঠন যৌথ ভাবে এর প্রতিবাদে সামিল হয়। 

গত সাত দিনে ধরে শ্রমিকরা বাগানে যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়ে এক বেলা কাজ শুরু করে । জানাযায় জয়েন্ট ফোরামের দীর্ঘদিনের দাবি ছিল ন্যুনতম মজুরির। শ্রমিকদের অভিযোগ সরকার একতরফা মজুরি ১৭৬ টাকা নির্ধারণ করে। সেই সিদ্ধান্তও নতুন বাগান মালিকরা মানেনি । সমান কাজ সমান মজুরি এই দাবিতে মালিক পক্ষের একতরফা মজুরি নির্ধারণের বিরুদ্ধে কম মজুরি কম কাজ এই শ্লোগান দিয়ে এক বেলা কাজ করা শুরু হয়। 

চা বাগান মজদুর ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক জিয়াউল আলম বলেন এই প্যান্ডামিক পরিস্থিতিতে শ্রমিকরা কাজ করছে সেখানে মালিক পক্ষ সরকার নির্ধারিত মজুরি প্রদান করবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা তা না করে যে পথে নিয়েছে তা সঠিক পথ নয়। পাশাপাশি কিছু শ্রমিক সংগঠন মালিকের স্বার্থে কাজ করছেন বলে তিনি অভিযোগ করেন।