সমাজের বিশিষ্ট ব্যক্তিদের গাছ উপহার  সুহৃদবরের 


সুহৃদবর নামক স্বেচ্ছাসেবী সংস্থা এর পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে ২০২০তে ২০২০টা গাছ লাগানোর পরিকল্পনা করে। 


স্বাধীনতা দিবসের দিন থেকে তারা কর্মসূচি পালন করেন।সেই মতোন ওই সংস্থার সদস্যরা গ্রামীণ হাওড়ার কল্যানপুর হাইস্কুলে,হারপ পাঠাগার,হারপ শশ্মান কমিটি র পার্শ্ববর্তী মাঠে গিয়ে এবং সমাজের বেশ কিছু বিশিষ্ট ব্যাক্তি যেমন ইন্ডিয়ান আর্মির ইনস্ট্রাক্টর পদে কর্মরত অমিত মন্ডল,করোনা যোদ্ধা উলুবেড়িয়া হাসাপাতালের নার্স কুসুম হিয়া,বাগনানের মাধ্যমিক এর দুই কৃতি ছাত্র সৌম্য সরকার ও আবুল কালামের বাড়িতে গাছ বসিয়ে দিয়ে আসেন সংস্থার সদস্য সৈয়দ জিশান হোসায়েন, ওয়াসিম, অভিষেক, প্রসেন, শুভ্রজিৎ, মৃনালরা।

যাদেরকে গাছ দেওয়া হয়েছে তারাও খুব খুশি হয়েছে বলে জানান।