বিজেপির ভাঙ্গন অব্যাহত ঝাড়গ্রামে


শচীন পাল, সংবাদ একলব্য:

করোনা আবহের মাঝেই দল বদল চলছেই। সামনেই একুশের নির্বাচন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। একুশের নির্বাচনের আগে নেতা কর্মীদের দল বদলে যে নির্বাচনে একটা বড়ো প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। 


ফের জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় বিজেপির ভাঙ্গন অব্যাহত। আজ ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নং ব্লকের লালগড় পার্টি অফিসে বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২৫০ জন নেতা কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। 

তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু।