Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধোনির পথে পা বাড়ালও ভারতের আর এক আন্তর্জাতিক ক্রিকেটার Suresh Raina chooses to join Dhoni's journey, announces retirement from international cricket

ধোনির পথে পা বাড়ালও ভারতের আর এক আন্তর্জাতিক ক্রিকেটার  Suresh Raina to join Dhoni on his journey 





স্বাধীনতা দিবসে ক্রিকেট মহলে বড় ঝটকা দিলো মাহি (ms dhoni)। আজ থেকে তাঁকে আর দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেট (international cricket) খেলায়। একই পথে পা বাড়ালও সুরেশ রায়না। 

ICC ট্যুইটারে জানিয়েছে- "Suresh Raina to join Dhoni on his journey"

ধোনিকে অনুসরণ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না। বহুদিন থেকেই জাতীয় দলের বাইরে তিনি। তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিড়ে হারিয়েই যাচ্ছিলেন তিনি। তাই ভবিষ্যৎ অনুধাবন করেই হয়তো তাঁর এই সিদ্ধান্ত। রায়না প্রাক্তন অধিনায়ক ধোনির অন্যতম প্রিয়পাত্র, যার জন্য অনেক টিটিকিরিও সহ্য করতে হয়েছিলো দু'জনকে। তাৎপর্যপূর্ণভাবে প্রিয় অধিনায়কের অবসর ঘোষনার দিনেই নিজেও সরে দাঁড়ালেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০০৫ সালের ৩০ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন তিনি।


বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। অতিরিক্ত পাওনা ছিল তাঁর দর্শনীয় ফিল্ডিং। দেখে নেওয়া যাক তার আন্তর্জাতিক পরিসংখ্যানঃ 

একদিনের ম্যাচঃ ১৮৬ টি ওডিআই ম্যাচে ৩৫.৫২ গড়ে ৪,৫১২ রান করেছেন রায়না যার মধ্যে ৩ টি শতরান ও ২৯ টি অর্ধশতরান করেছেন। সর্বোচ্চ রান অপরাজিত ১১৬। ৫১.৯৫ গড়ে ২৪ টি উইকেটও রয়েছে বলার রায়নার ঝুলিতে।

টেস্টঃ ২০১০ সালের ২৬ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেকের পর ১৭ টি টেস্ট খেলে ২৮.৪৪ গড়ে ৭৬৮ রান করেছেন তিনি যার মধ্যে ১ টি শতরান ও ৭ টি অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ রান ১২০। ৪০.৯২ গড়ে ১৩ টি টেস্ট উইকেট পেয়েছেন তিনি।



টি-২০ ম্যাচঃ ৩৭ টি টি-২০ ম্যাচে ৩৩.০৩ গড়ে ৮৫৯ রান করেছেন। ১টি শতরান ও ২টি অর্ধশতরান সহ সর্বোচ্চ ১০১ রান। উইকেট ৫টি। 

IPL পরিসংখ্যানঃ IPL এর শুরু থেকেই অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের (CSK) নিয়মিত সদস্য ছিলেন তিনি। দলের অন্যতম সফল ক্রিকেটারও তিনি। প্রায় একার হাতে অনেক ম্যাচ জিতিয়েছিলেন রায়না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code