মহরমের তাজিয়া বের করায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের
সংবাদ একলব্যঃ
করোনা সংক্রমণ রুখতে দীর্ঘ দিন ধরে বন্ধ স্কুল- কলেজ। বন্ধ রাজনৈতিক, ধর্মীয় সকল প্রকার জমায়েত। এদিকের একের পর এক ধর্মীয় অনুষ্ঠান রীতিমতো আসছেই সেই ধর্মীয় অনুষ্ঠান থেকে দূরে থাকতে হচ্ছে মানুষকে। সামনেই ইসলাম ধর্মের পবিত্র উৎসব মহরম। এর আগেই পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা বাড়িতেই উদযাপন করেছে ইসলাম ধর্মের মানুষ। এবার মহরমের ক্ষেত্রেও একই অবস্থা। দিনের পর দিন করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করায় মহরমে তাজিয়া বের করার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট।
এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয় এই পরিস্থিতিতে তাজিয়া বের করা হলে একটা সম্প্রদায়ের ওপর করোনা ছড়ানোর মতো আঙুল উঠতে পারে। তাই তাজিয়া বের করার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চ শিয়া নেতা সৈয়দ কালবে জাওয়াদকে বলে, 'আপনি চাইছেন, এই সম্প্রদায়ের জন্য গোটা দেশকে অস্পষ্ট দিশা দেখাতে৷' এরপরেই আবেদনকারীর আইনজীবী আদালতকে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার উদাহরণ দেন৷
সেক্ষেত্রে, বেঞ্চ জানায় দুটি আলাদা বিষয়। পুরীর রথ যাত্রা এক নির্দিষ্ট এলাকার বিষয়, যেখানে একটা স্থান থেকে আর একটা স্থানে রথ নিয়ে যাওয়া হয়। মহরম নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকলে ঝুঁকি থাকলেও অনুমতি দেওয়া যেত।
আরও জানান, এতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। একটা সম্প্রদায়ের দিকে আঙুল উঠতে পারে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊