Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবমাননা মামলায় ভূষণের সাজা ঘোষণা সুপ্রিম কোর্টের Supreme Court punishes Prashant Bhushan for contempt



প্রধান বিচারপতি ও বিচার ব্যবস্থার অবমাননা মামলায় ভূষণের সাজা ঘোষণা সুপ্রিম কোর্টের 

Supreme Court punishes Prashant Bhushan for contempt


বিচার বিভাগের বিরুদ্ধে দুটি ট্যুইট করে প্রধান বিচারপতি ও বিচার ব্যবস্থার অবমাননা করেন আইনজীবী তথা সামাজিক আন্দোলন কর্মী প্রশান্ত ভূষণ। গত ১৪ই আগস্ট সেই মামলায় ভূষণকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট। আজ সেই মামলার সাজা শোনালো শীর্ষ আদালত। ১ টাকা জরিমানা বা তিন মাসের জেল ঘোষণা করে আদালত। 


প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আদালত জানিয়েছে, জরিমানা দিতে ব্যর্থ হলে প্রশান্ত ভূষণের তিন মাসের কারাবাস হবে। সেইসঙ্গে তিন মাস আইনজীবী হিসেবে কাজ চালাতে পারবেন না। ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানা দেওয়ার নির্দেশ আদালতের।


এদিন বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ ভূষণের সাজা ঘোষণা করল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code