দিনহাটার শিমূলবাজার সংলগ্ন এলাকায় অটো-বাইকের সংঘর্ষে গুরুতর আহত ১ 


সাহেবগঞ্জ থানার অন্তর্গত শিমুল বাড়ি বাজার সংলগ্ন পালপাড়ায় বাইক অটো সংঘর্ষ।

বাইক চালক গুরুতর আহত। দিনহাটা হাসপাতালে পাঠানো হয়।



স্থানীয় সূত্রে জানাগেছে আহত ব্যক্তি স্বপ্না বিড়ির মালিক রতন মিত্র। বাড়ি হেদারহাট। তিনি  ত্রিমোহনীর দিকে ফিরছিলেন বলে জানা গেছে। 


অপরদিকে প্রচন্ড গতিতে বামন হাটের দিকে আসা অটো, বাইক চালককে ধাক্কা মারে বলে স্হানীয় সূত্রে খবর। 


অটোর চালক পলাতক। 


ঘটনাস্থলে  সাহেবগঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইক আর অটো থানায় নিয়ে গেছে।