বিদ্যালয় বন্ধ, পড়াশুনার খোঁজ নিলেন প্রিয় শিক্ষক


তনুময় দেবনাথ, দিনহাটাঃ 

অতিমারী করোনা আবহে লকডাউন শুরু মার্চের শেষে। বিদ্যালয় বন্ধ হয়ে গেছে মার্চের মাঝামাঝি। বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ সে সময় থেকেই। যদিও মাসের কিছু দিন বিদ্যালয় খোলা থাকে পড়ুয়াদের মিড ডে মিলের খাদ্য সামগ্রী বন্টনের জন্য। কিন্তু বিদ্যালয়ে পড়ুয়াদের আসা মানা। খাদ্য সামগ্রী গ্রহণ করেন অভিভাবকরা। 

BREAKING NEWS অবশেষে এলো সাফল্য- আবিষ্কার হলো করোনা ভ্যাকসিন 

কোচবিহার জেলার সীমান্তবর্তী প্রান্তিক গ্রাম বামনহাট। দিনহাটা ২নং ব্লকের বামহাট ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাউশমারী নতুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুধীর চন্দ্র বর্মন মাননীয় শিক্ষামন্ত্রীর আবেদনে সারা দিয়ে নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পড়াশুনার কেমন করছে সেটা খোঁজ করতে যান।



 শিক্ষক সুধীর চন্দ্র বর্মন জানান বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বাড়ীতে গিয়ে জানতে পারি অনেকেই বিদ্যালয় প্রদত্ত অ্যাক্টিভিটি টাস্ক করতে অসুবিধা হচ্ছে। সেগুলি করতে সাহায্য করি এবং বিষয় ভিত্তিক পড়াশুনা করতে সাহয্য করি। সাথে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের করোনা থেকে দূরে থাকার জন্য সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ  দেই। কিছু শিক্ষার্থীদের মাস্ক ও সাবান দিয়ে আসি। এবং মন দিয়ে পড়াশুনার কথা বলি।