নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ 

৯ ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। সমাজকর্মী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই নিজেদের ভঙ্গিমায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানান এদিন সকাল থেকেই। এদিন বিকেলে আলিপুরদুয়ার জেলা পুলিশের তরফ থেকে স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সকল আদিবাসী মানুষদের শুভেচ্ছা বার্তা জানানো হয়।জেলা পুলিশের কথায়, "আলিপুরদুয়ার জেলা পুলিশ এই বিশেষ দিবসে সকল আদিবাসী ভাই-বোনদের শুভেচ্ছা জানায়। জে জোহর।"

বিশ্বের আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং সচেতনতা বাড়াতে প্রতি বছর ৯ ই আগস্ট বিশ্ব আদিবাসীদের আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণের মতো বিশ্বের সমস্যাগুলি উন্নত করতে আদিবাসীরা যে কৃতিত্ব ও অবদানকে স্বীকৃতি দেয়।রবিবার আদিবাসীদের জন্য উৎসগকৃৎ এই দিনটিতে আলিপুরদুয়ার জেলা তৃনমূল সভাপতি মৃদুল গোস্বামী,জেলা পরিষদের সভাধিপতি শিলা সরকার,বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী,জেলা পরিষদের মেন্টর মোহন শর্মাও তাদের শুভেচ্ছা বার্তা দেন।

অন্যদিকে এদিন বিজেপির পক্ষ থেকেও আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়।আদিবাসী মানুষদের জীবন সংগ্রাম ও প্রতিষ্ঠাকে কুর্নিশ জানান বিজেপির সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা। সকল আদিবাসী মানুষদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।