এআইটিসি আলিপুরদুয়ার অফিশিয়াল (AITC Alipurduar Official) ফেইসবুক পেজ এর শুভ সূচনা
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:
আজ ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস।এর এই শুভ দিনে আলিপুরদুয়ার তৃণমূল কার্যালয়ে জেলা তৃনমূল কংগ্রেসের "এআইটিসি আলিপুরদুয়ার অফিশিয়াল" (AITC Alipurduar Official) ফেইসবুক পেজ এর শুভ সূচনা হলো।পেজটির শুভ সূচনা করলেন তৃনমূল রাজ্য কমিটির সম্পাদক ঋতব্রত ব্যানার্জি।
এখন এই কোভিড পরিস্থিতিতে মানুষ অনেকটা নির্ভর ডিজিটাল মাধ্যমের ওপর।সরকারি-বেসরকারি সকল সংস্থাই ডিজিটাল প্ল্যাটফর্মকে বেঁচে নিচ্ছে নিজেদের কাজকর্ম পরিচালনার জন্য।ঠিক সেই কথাই মাথায় রেখে একধাপ এগোল আলিপুরদুয়ার জেলা তৃনমূল কংগ্রেস।সংগঠনের কর্মীদের কাছে পৌঁছতে এবং দৈনন্দিন কর্মসূচিতে তাদের যুক্ত করতে স্যোশাল মিডিয়া পেজ করে একসূত্রে বাধল জেলার তৃনমূল কর্মী-সমর্থকদের।জেলা নেতৃত্বের আশা এই মাধ্যম তাদের আগামী কর্মসূচিকে সুচারু পথে পৌঁছে দেবে সকলের মধ্যে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার কেন্দ্রের বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী,তৃনমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী,টাউন ব্লক সভাপতি দীপ্ত চ্যাটার্জি সহ অন্যান্য তৃনমূল নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊