অরবিন্দ শর্মা, দিনহাটাঃ
করোনা থেকে বাঁচতে ইতিমধ্যে কোচবিহার জেলার মাথাভাঙ্গায় SDO জিতিন যাদব (IAS) SMS এর ব্যাপক প্রচার করেছেন। ANTI CORRUPTION FOUNDATION OF INDIA তাঁকে জাতীয় করোনা যোদ্ধা হিসাবে অভিনন্দিতও করেছেন। কিন্তু কি এই SMS ?
S- safe distance minimum 2 meter.
M- mask in you face (specially 3 layer mask )
S- sanitizer in your hand or pocket
একইভাবে ডা: অজয় মন্ডল ও তার টিমের উদ্যোগে দিনহাটাতে করোনা মহামারির কঠিন সময়ে দিনহাটাবাসীকে সচেতন করতে SMS প্রচার শুরু করেছেন ।
এই প্রচারে দিনহাটা দিনহাটাবাসীর ভালো সাড়া পাওয়া গিয়েছে । আজকের এই SMS প্রচারে সাড়া দিয়ে আমাদের পাশে থেকেছেন দিনহাটা পুলিশ থানার আই সি সন্জয় দত্ত মহাশয় , বিমান বাবু ছাড়াও সব পুলিশ অফিসার । দিনহাটা মহিলা থানার অফিসার ইনচার্জ মহাশয়া , হসপিটাল সুপার ডা: রনজিৎ মন্ডল মহাশয় , দিনহাটা দৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মৃত্যুন্জয় ব্যানার্জি , দিনহাটা ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক সুস্মিতা চন্দ ও পার্থ প্রতিম চন্দ , বকলম পত্রিকার সম্পাদক সঞ্জয় নাগ মহাশয় , ডি সি ডি ও এর সম্পাদক রতন সাহা মহাশয় , বয়েজ রিক্রিয়েশন ক্লাবের কর্নধার গোকুল সরকার ও অর্ঘ্য কমল সরকার মহাশয়, বাইরে বেরোলে SMS মেনে চলুন । তবেই করোনা রুখতে পারবেন ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊