ডিজিটাল শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলো স্মার্ট ফোন Smart Connect Scheme


করোনার কারনে থমকে গেছে সব কিছু। তাই বলে বন্ধ থাকতে পারেনা শিক্ষা ব্যবস্থা। ডিজিটাল উপকরণ কে হাতিয়ার করে শিক্ষার প্রসার শুরু হয়েছিলো আগেই-এবার লকডাউনে তার প্রয়োজনীয়তা কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যেই শিক্ষা শুরু করার তোরজোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ ইতিমধ্যে টেলি টিচারের ব্যবস্থা করেছে যাতে করে বাড়িতে থেকে সাধারণ মোবাইল থেকেই ছাত্রছাত্রীরা পড়াশুনা করতে পারেন। তবে এবার পাঞ্জাব সরকার ডিজিটাল শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলো স্মার্ট ফোন। আরও পড়ুনঃ  আগামী নভেম্বর ২০২০ পর্যন্ত বিদ্যালয়গুলিতে মিড ডে মিলে খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশিকা

Follow this link to join our WhatsApp group: CLICK


জানা গেছে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং Punjab Smart Connect Scheme চালু করেছে । যেখানে খরচ হবে ৯২ কোটি টাকা। এই প্রকল্পে ১,৭৪,০১৫ জন দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী নভেম্বরের মধ্যে এই মোবাইল ফোন পাবে। তফশিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের পড়ুয়াদের হাতে এই স্মার্ট ফোন তুলে দেওয়া হয়েছে।