মাস্কহীন ব্যক্তিদের কড়া দাওয়াই বেলিয়াবেড়া থানার পুলিশের


তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: 

গোপীবল্লভপুর ২নং ব্লকে কড়া দাওয়াই পুলিশের। মুখে মাস্কহীন পথচলতি মানুষদের কান বাড়ি ফেরানো হল। 

বৃহস্পতিবার ঠিক এমনই চিত্র দেখা গেল গোপীবল্লভপুর ২নং ব্লকের রান্টুয়া বাজার এলাকায়। আরও পড়ুনঃ  আগামী নভেম্বর ২০২০ পর্যন্ত বিদ্যালয়গুলিতে মিড ডে মিলে খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশিকা


Follow this link to join our WhatsApp group: CLICK

ঝাড়গ্রাম জেলায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পেরিয়ে গেছে। তার মধ্যে গোপীবল্লভপুর ২নং ব্লকের কিছুজন থাকার পরও হুঁশ নেই সাধারণ মানুষের।