ধুপগুড়ির বিভিন্ন কনটেইনমেন্ট জোনে চলছে স্যানিটাইজ

নিজস্ব সংবাদদাতা, ধুপগুড়িঃ 

করোনা সংক্রমণ ধীরে ধীরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে। প্রতিদিনেই বেড়েই চলছে সংক্রমণ। ফলে করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় বিধি মেনে চলাই এখন এক মাত্র পথ। 
 
আজ ধুপগুড়ি বিভিন্ন এলাকায় এগারোটি কনটেইনমেন্ট জোন স্যানিটাইজ এর কাজ শুরু করা হলো ধুপগুড়ি পৌরসভার পক্ষ থেকে ও ফায়ার স্টেশনের ব্যবস্থাপনায়। ইতিমধ্যেই ধূপগুড়িতে ২৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। তাই সংক্রমিত এলাকাগুলিতে কে স্যানিটাইজ করা হয় যাতে সংক্রমণ অন্যত্র ছড়িয়ে না পড়ে।