ভূতুড়ে ফল প্রকাশ এর প্রতিবাদে উত্তাল বাঁকুড়া বিশ্ব বিদ্যালয় চত্বর


SER-23,বাঁকুড়া,১০আগস্ট: 

আশানুরূপ ফল না মেলায় বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদের মিলিত বিক্ষোভে গর্জে উঠল বাঁকুড়া বিশ্ববিদ্যালয় চত্বর। সম্প্রতি বাঁকুড়া বিশ্ব বিদ্যালয়ের অধীনে থাকা কলেজ গুলিতে প্রকাশিত হয়েছে স্নাতক স্তরের তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ফল । আর এই ফল দেখেই মূলত চক্ষু ছানাবড়া শিক্ষার্থীদের। প্রকাশিত ফলে ,আশানুরূপ ফল না মেলায় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে আজ সকাল থেকেই  বিক্ষোভে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে । 


প্রথমে তারা ধক্কা দিতে থাকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে, তার পর পোস্টার হাতে ছাত্রীরা বসে পড়ে বিশ্ব বিদ্যালয় সংলগ্ন বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ৬০ জাতীয় সড়ক । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা। 


ছাত্রছাত্রীদের দাবি,  বিভিন্ন কলেজের স্নাতক স্তরের  তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ভূতুড়ে ফল প্রকাশিত হয়েছে, গাসারা ভাবে খাতা দেখা হয়েছে এর ভালো পরীক্ষা দিলেও , ফেল করিয়ে দেওয়া হয়েছে বেশির ভাগ ছাত্রছাত্রীদেরকে। এছাড়াও তারা পরীক্ষার উত্তর পত্রগুলি পুনর্মূল্যায়নের দাবি তোলে। এরকম ঘটনা বারবার কেন ঘটছে তারা তার উত্তরও জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে এবং বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফে কোনো সদুত্তর না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুশিয়ারিও দিয়েছে ছাত্রছাত্রীরা।