বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিডিও-কে স্মারকলিপি গ্রামীন সম্পদ কর্মীদের
নিজস্ব সংবাদদাতা,ধূপগুড়িঃ
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ধূপগুড়ি বিডিও কে স্মারকলিপি দিল সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী রা। বেশ কিছুদিন থেকেই তারা তাদের বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের চাকরির সময়সীমা ৬০ বৎসর পর্যন্ত হবে। কিন্তু এখনো পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি মুখ্যমন্ত্রী। তাই এদিন বিডিও কে লিখিত আকারে স্মারক লিপি দিলেন ধূপগুড়ি ব্লকের গ্রামীন সম্পদ কর্মীরা।
এমনকি করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোন রকম সুরক্ষা ব্যবস্থা করা হয়নি তাদের জন্য। নিরাপত্তা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন। তাদের দিন হাজিরা এখনো ১৭৫ টাকা বর্তমানে । তাই স্মারক লিপিতে দাবি জানানো হয়েছে ১৫০০০ টাকা তাদের বেতন করতে হবে পাশাপাশি করোনা থেকে বাঁচতে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তাদের জন্য এবং স্থায়ী করনের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊