আগামী ১৫ই অগাস্ট,২০২০ ভারতের স্বাধীনতা দিবস এর পূণ্যলগ্নে সংবাদ একলব্যের পরিচালনায় একলব্য প্রকাশনীর ব্যবস্থাপনায় একটি অনলাইন প্রতিযগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নাচ,গান আর সাথে থাকবে প্রবন্ধ প্রতিযোগিতা। বিস্তারিত জেনে নিন এখুনি-
বিভাগ - ক
নৃত্য প্রতিযোগিতা
নিয়মাবলী-
- দেশত্মবোধক গানের নৃত্য রেকর্ড করতে হবে।
- নৃত্যের ভিডিও রেকর্ড নিজ বাড়িতেই করতে হবে। ঘরে কিংবা ছাদে হতে পারে। ভিডিও নিজেরা এডিট করেও পাঠাতে পারেন।
- নৃত্যে জাতীয় পতাকা ব্যবহার করলে নজর রাখতে হবে যেন জাতীয় পতাকার অবমাননা না হয়।
- নৃত্যে যে গান থাকবে তার সাউন্ড যথেষ্ট ভালো রাখতে হবে।
- নৃত্য পাঠানোর শেষ তারিখ - ৭ই অগাস্ট, ২০২০
- ১০ই অগাস্ট ২০২০ নৃত্যের ভিডিও আমাদের ফেসবুক পেজ-এ পোস্ট করা হবে।
- ফেসবুক পেজের লাইক-কমেন্ট-শেয়ার ও আমাদের বিচারক মণ্ডলীর বিচারে বিজয়ী ঘোষণা করা হবে।
- ১৪ অগাস্ট রাত্রি ১২ টা পর্যন্ত লাইক, কমেন্ট এবং শেয়ার হিসাব করা হবে ।
- শেয়ারের সময় অবশ্যই #sangbadekalavya হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে ।
পাঠানোর নিয়ম - আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 7602721810 অথবা আমাদের ই-মেইল editor@sangbadekalavya.in -এ। সাথে অবশ্যই আপনার সম্পূর্ণ পরিচয় ও একটি ছবি পাঠাবেন।
বিভাগ - খ
সঙ্গীত প্রতিযোগিতা
নিয়মাবলী-
- দেশত্মবোধক গান রেকর্ড করতে হবে।
- ভিডিও রেকর্ড নিজ বাড়িতেই করতে হবে। ঘরে কিংবা ছাদে হতে পারে। ভিডিও নিজেরা এডিট করেও পাঠাতে পারেন।
- কোনও কারণে জাতীয় পতাকা ব্যবহার করলে নজর রাখতে হবে যেন জাতীয় পতাকার অবমাননা না হয়।
- সঙ্গীত পাঠানোর শেষ তারিখ - ৭ই অগাস্ট, ২০২০
- ১১ই অগাস্ট ২০২০ সঙ্গীত পরিবেশনের ভিডিও আমাদের ফেসবুক পেজ-এ পোস্ট করা হবে।
- ফেসবুক পেজের লাইক-কমেন্ট-শেয়ার ও আমাদের বিচারক মণ্ডলীর বিচারে বিজয়ী ঘোষণা করা হবে।
- ১৪ অগাস্ট রাত্রি ১২ টা পর্যন্ত লাইক, কমেন্ট এবং শেয়ার হিসাব করা হবে ।
- শেয়ারের সময় অবশ্যই #sangbadekalavya হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে ।
পাঠানোর নিয়ম - আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ৭৬০২৭২১৮১০ অথবা আমাদের ই-মেইল sangbadekalavya@gmail.com -এ। সাথে অবশ্যই আপনার সম্পূর্ণ পরিচয় ও একটি ছবি পাঠাবেন।
বিভাগ - গ
প্রবন্ধ প্রতিযোগিতা
নিয়মাবলী
- বিষয় - স্বাধীনতা
- শব্দ সংখ্যা - ৩০০ শব্দের উপরে-১০০০ শব্দের নীচে রাখতে হবে।
- ভাষা - বাংলা চলিত ভাষা
- Word File এ অভ্র বা যে কোন UNICODE ফন্টে টাইপ করে লেখা পাঠাতে হবে
- প্রবন্ধ পাঠানোর শেষ তারিখ- ১১ ই অগাস্ট, ২০২০
- ১৪ অগাস্ট একলব্য প্রকাশনীর ওয়েবসাইটে পোস্ট করা হবে।
- ফেসবুকের লাইক- কমেন্ট-শেয়ার ও আমাদের বিচারক মণ্ডলীর বিচারে বিজয়ী ঘোষণা করা হবে।
- শেয়ারের সময় অবশ্যই #sangbadekalavya হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে ।
পাঠানোর নিয়ম - আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ৭৬০২৭২১৮১০ অথবা আমাদের ই-মেইল sangbadekalavya@gmail.com -এ। সাথে অবশ্যই আপনার সম্পূর্ণ পরিচয় ও একটি ছবি পাঠাবেন।
বিজয়ী নির্বাচন প্রক্রিয়া
- যতটা লাইক+কমেন্ট+শেয়ার আসবে সেই হিসেবেই স্কোর পাবেন।
- স্টিকার কমেন্ট কাউন্ট করা হবে না।
- যদি নেতিবাচক কমেন্ট আসে তবে কোনও পয়েন্ট মিলবে না।
- একজনের একটি কমেন্ট,লাইক বা শেয়ার কাউন্ট করা হবে।
পাশাপাশি, আমাদের বিচারক মণ্ডলীর ৫০ পয়েন্ট থেকে প্রাপ্ত স্কোর যোগ করে বিজয়ী ঘোষণা করা হবে।
শেয়ার+কমেন্ট+লাইক অবশ্যই www.facebook.com/sangbadekalavya এই পেজ থেকেই করতে হবে। অন্য কোথায় শেয়ার করে সেখানে কমেন্ট করলে তা কাউন্ট করা হবে না।
পুরষ্কার
প্রতিটি বিভাগ থেকে প্রথম তিনজন কে পুরস্কৃত করা হবে। পুরষ্কার, শংসাপত্র ডাকযোগে পাঠানো হবে।
প্রত্যেক অংশগ্রহণকারীর জন্যও থাকবে ডিজিটাল সার্টিফিকেট।
ফলাফল প্রকাশের তারিখ- ১৫ই অগাস্ট ২০২০ সন্ধ্যা ৬টা আমাদের ফেসবুক পেজে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊