ইডেন ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার

সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমানঃ 

পূর্ব বর্ধমান জেলার সদর ঘাট ইডেন ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মৃত দেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো গোটা এলাকা জুড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে রথতলা ডিভিসি ক্যানেলের জলে একটি মৃত দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা বর্ধমান সদর থানায় খবর দেন।রথতলা,রাজগঞ্জ হয়ে সদর ঘাট ইডেন ক্যানেল থেকে মৃত দেহ টি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান থানার পুলিশ।

করোনা সংক্রমণের মধ্যে এই ধরনের মৃত দেহ উদ্ধারে আতঙ্কিত গোটা এলাকার মানুষ।তবে নাম পরিচয় অজানা ব্যাক্তির মৃত্যুর রহস্য নিয়ে ধন্দে জেলা পুলিশ।তবে খোঁজ চলছে মৃতর পরিবারের।