জলপাইগুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে ঠাকুর মহারাজের ১৪০ তম আবির্ভাব তিথি পালন 


গতকাল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ ভুসকাডাঙ্গার সংলগ্ন ডাঙ্গাপাড়ার আসাম বঙ্গীয় সারস্বত মঠ হালিশহরের অন্তর্গত জলপাইগুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে ঠাকুর মহারাজের ১৪০ তম আবির্ভাব তিথি পালন করা হয়।

জানা যায়,পূর্ব দিন অর্থাৎ রবিবার রাত ২ ঘটিকায় মন্দিরে ১৪০ টি প্রদিপ জ্বালানো হয়। এবং গত সোমবার  আশ্রমে নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়ের নতুন গৃহ উদ্ভোদন করা হয়।

ফিতা কেটে নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়ের নতুন গৃহ উদ্ভোদন করেন অর্ধক্ষ‍্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য স্বামী সত‍্যাব্রতানন্দ সরস্বতি মহারাজ, সাথে উপস্থিত ছিলেন আনন্দ চৈতন্য ব্রহ্মচারী সহ অন্যান্যরা।