SACT বিষয়ে উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ
SANGBAD EKALAVYA:
রাজ্যের কলেজের আংশিক সময়ের শিক্ষক (পিটিটি), চুক্তিভিত্তিক শিক্ষক (সিডব্লিউটিটি) এবং অতিথি শিক্ষকদের (জিটি) একত্রে ‘স্টেট এডেড কলেজ টিচার’ (স্যাক্ট) স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি জানিয়েছিলেন- PTT, CWTT, GUEST TEACHER বলে আর কোনো আলাদা আলাদা ক্যাটাগরি থাকবে না। এখন থেকে বলা হবে govt. approved college teacher.
সেই পদক্ষেপ বাস্তবায়িত করে উচ্চশিক্ষা দপ্তর। যোগ্যতা ও অভিজ্ঞতার নিরিখে ওই সমস্ত শিক্ষকদের ভাতা-বৃদ্ধিও কার্যকরী হয়।
সরকারি বিজ্ঞপ্তি (নং ২০৮১-ইডিএন(সিএস)/ ১০এম-৮৩/২০১৯) অনুযায়ী, স্যাক্ট-১ ও ১০ বছরের বেশি অভিজ্ঞরা পাবেন ৩৫ হাজার টাকা। স্যাক্ট-১ ও ১০ বছরের কম অভিজ্ঞরা পাবেন ৩১ হাজার টাকা। স্যাক্ট-২ ও ১০ বছরের বেশি অভিজ্ঞরা পাবেন ২৫ হাজার টাকা। স্যাক্ট-২ ও ১০ বছরের কম অভিজ্ঞরা পাবেন ২০ হাজার টাকা। এ ছাড়া সরকারি আদেশে রাজ্যের ৫,৫০০ জন আংশিক সময়, ৫৫০ জন চুক্তিভিত্তিক ও ৮৫০০ জন অতিথি শিক্ষক কলেজ-বিশ্ববিদ্যালয়ে ৬০ বছর বয়স পর্যন্ত কাজের অধিকারও পেলেন। প্রতি বছর ৩% বেতন-বৃদ্ধি ও অবসরকালীন ৫ লক্ষ টাকা এককালীন ভাতারও সুবিধা পাবেন তাঁরা। পাবেন বদলির সুবিধাও। প্রত্যেক শিক্ষককে সপ্তাহে ১৫ ঘন্টা ক্লাস নিতে হবে। কর্মরত যে সকল পিটিটি-সিডব্লিউটিটি বর্তমানে বেশি হারে ভাতা পান, তাঁদের পে-প্রোটেকশনও দেওয়া হবে।
কার্যত এরপড়েই ছাত্র-গবেষকরা এর বিরুদ্ধে আন্দোলনে নামেন। বিষয় গড়ায় কলকাতা উচ্চ আদালত পর্যন্ত। আজ এমনি একটি কেস এর গুরুত্বপূর্ণ হেয়ারিং ছিল বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।
মামলাকারিদের পক্ষ থেকে জানানো হয়েছে- "ডিভিশন বেঞ্চ বলেছেন সম্পূর্ণ SACT এর নিয়োগ এই মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল থাকবে।"
সাথে আরও জানান এই কেস সংক্রান্ত সমস্ত নথী একত্রে চার সপ্তাহের মধ্যে কপি বুকে জমা করতে হবে।
উসরেসার পক্ষ থেকে সেক্রেটারি মহঃ জুবের আলম জানিয়েছেন - "আমরা আশাবাদী, চারসপ্তাহ পর আমাদের দাবী অবশ্যই স্বীকৃতি পাবে , কারন আমরা ন্যাসঙ্গত ভাবেই এই অনৈতিক নিয়োগ সংক্রান্ত অভিযোগ জানিয়েছি।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊