করোনা জয়ীদের সম্বর্ধনা জানালেন আলিপুরদুয়ার তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী


করোনাকে হারিয়ে বাড়ি ফেরা যোদ্ধাদের সম্বর্ধনা জানালেন আলিপুরদুয়ার তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী।বৃহস্পতিবার তাঁর ছায়া সঙ্গী মিঠু নাথ,দেহরক্ষী কমলেশ রায় এবং চালক অভ্রজিৎ সরকারকে তাদের বাড়ির সামনে সম্বর্ধনা জানান মৃদুল বাবু।তিনি জানান,মানুষের ভালোবাসা ও আশীর্বাদে তাঁর কাছের এই মানুষ তিনটি সুস্থ হয়ে ফিরে এসেছেন।

বৃহস্পতিবার মাদারিহাট কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছাড়া হয় তাদের।

উল্লেখ্য এই তিন জনের ৩০ জুলাই কোভিড-১৯ রিপোর্ট পসিটিভ আসে। তারপরই এদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়।ওই সেন্টারে ৫ দিন থাকার পর তাদের পুনরায় লালারস পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে এবং এদিন তাদের ছেড়ে দেওয়া হয়।

মিঠু নাথ জানান,'আমাদের কোনো রকম উপসর্গ ছিল না।আমরা সকলেই এখন ভালো আছি।আপনারাও সুস্থ থাকুন।সামাজিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলুন।করোনাকে ভয় নয় জয় করব আমরা।'