জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। আত্মহত্যা নাকি খুন। রহস্যের তদন্তে নেমেছে সিবিআই।
এর আগে, সুশান্তের বাবা কে কে সিং ছেলের মৃত্যুর জন্য অভিনেত্রী রিয়া-এর বিরুদ্ধে এফআইআর করেছেন। সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রিয়ার বিরুদ্ধে। এখন তিনি দাবি করলেন, রিয়াই তাঁর ছেলের খুনি। দীর্ঘদিন ধরে সুশান্তকে বিষ খাইয়েছে রিয়াই, দ্রুত শাস্তির দাবি জানিয়ে অভিযোগ তাঁর।
একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া ও তার সঙ্গীদের গ্রেফতারের দাবি জানিয়ে সুশান্তের বাবা দাবি করেন, সুশান্তকে দীর্ঘদিন ধরে বিষ দিয়ে আসছে রিয়া। রিয়াই খুনি।
#WATCH Rhea Chakraborty was giving poison to my son, Sushant from a long time, she is his murderer. The investigating agency must arrest her and her associates: KK Singh, #SushantSinghRajput's father pic.twitter.com/EsVpAUlZMt
— ANI (@ANI) August 27, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊