৩৫ প্যাকেট YABA ট্যাবলেট ও মোটর সাইকেল সহ গ্রেপ্তার ২

সংবাদ একলব্যঃ 

৩৫ প্যাকেট YABA ট্যাবলেট ও মোটর সাইকেল সহ দুজনকে গ্রেপ্তার করলো তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ গাঁজা , ফেন্সিডিল , কফ্ সিরাপ , YABA ট্যাবলেট সহ সমস্ত নেশা বস্তুর বিরুদ্ধে লাগাতার অভিযানে নেমেছে কোচবিহার জেলা পুলিশ। এদিনের এই অভিযান আরও একধাপ এগিয়ে নিয়ে গেল কোচবিহার জেলাকে নেশা মুক্ত গড়ার পথে। 



জানা গেছে, গোপন সূত্রে খবর এদিন তুফানগঞ্জ থানার পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে ৩৫ প্যাকেট YABA ট্যাবলেট উদ্ধার করে। প্রাথমিকভাবে অনুমান এই ৩৫ প্যাকেট YABA ট্যাবলেট বাংলাদেশে পাচার করার চেষ্টা চলছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা I