NHPC তে ৮৬ টি পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত
SANGBAD EKALAVYA:
বিদ্যুৎ সংস্থা NHPC (National Hydroelectric Power Corporation) তে ৮৬ জন ইঞ্জিনিয়ার ও অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এই সংস্থাটি। দেখে নিন বিস্তারিতঃ
শূন্যপদঃ 1. Trainee Engineer (Civil) - 30
2. Trainee Engineer (Mechanical) - 21
3. Trainee Officer (HR) - 05
4. Trainee Officer (Law) - 08
5. Trainee Officer (Finance) - 22
বেতনক্রমঃ 50,000 - 1,60,000, গ্রেড পে: E2
বয়সসীমাঃ ০১ অক্টোবর ২০২০ এর হিসেবে সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়মানুযায়ী SC / ST/ OBC দের বয়সের উর্দ্ধসীমায় ছাড় আছে।
আবেদনের সময়সীমাঃ ২৯ আগস্ট, ২০২০ থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে।
আবেদন পদ্ধতিঃ CLICK TO APPLY এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। পূর্বে রেজিস্ট্রেশন না থাকলে আবেদনের আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত জানতে ক্লিক করুন CLICK HERE
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊