বিশেষ সতর্কতা জারি করল RBI


গ্রাহকদের সাইবার ক্রাইম নিয়ে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানের ডিজিট্যালদুনিয়ায় একের পর এক বহু ফ্রড কলের মারফত অ্যাকাউন্ট খালি করার খবর পাওয়া যায়। ব্যাঙ্কের কথা বলে বা কেওয়াইসি বা বড় পুরস্কারের কথা বলে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে অ্যাকাউন্টে জমানো টাকা তুলে নেওয়ার বহু খবর সামনে এসেছিল। 


এদিন, আরবিআই- এর তরফে গ্রাহকদের টুইট করে সতর্ক করে দেওয়া হয়। ট্যুইট করে আরবিআই-এর তরফে জানানো হয়েছে, গ্রাহকরা যাতে ভুল করেও কোনও ফোন কল, ই-মেল বা এসএমএস-এ তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার না করে । পাশাপাশি সন্দেহ হলে ব্যাঙ্কের আধিকারিক ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন কাস্টোমার নম্বর । জেনে রাখুন, সতর্ক থাকুন ।