SER-20, নিগম নগর: 

করোনা পরিস্থিতির জেরে রাজ্য সরকার এবং জেলাশাসকের নির্দেশে ঘোষিত লকডাউন পরিদর্শনে  দিনহাটা ১ নং ব্লকের বিডিও সৌভিক চন্দ । সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটা ভিলেজ ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত কুমার দাস ।





এদিন  নিগম নগর সহ সম্পূর্ণ ভিলেজ ২ গ্রামে পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন  দিনহাটা ১ নং ব্লকের বিডিও সৌভিক চন্দ।