সমগ্র দেশের সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধা নিবেদন করছি- প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ রাহুলের
নক্ষত্র পতন। ৮৪ বছর বয়সে দিল্লীর আর্মি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর রাজনৈতিক জীবন ছিল বেশ উজ্জ্বল। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেকে নিয়োজিত করেছেন তিনি। তাঁর কূটনৈতিক বুদ্ধিতে নানান সমস্যার সমাধান করেছেন তিনি।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী টুইট করে লেখেন-
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের দুর্ভাগ্যজনক খবরে শোকাহত সমগ্র দেশ। সমগ্র দেশের সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধা নিবেদন করছি। পরিবার ও পরিজনদের সুগভীর সমবেদনা জানাই।
With great sadness, the nation receives the news of the unfortunate demise of our former President Shri Pranab Mukherjee.
— Rahul Gandhi (@RahulGandhi) August 31, 2020
I join the country in paying homage to him.
My deepest condolences to the bereaved family and friends. pic.twitter.com/zyouvsmb3V
প্রসঙ্গত, বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন প্রণব বাবু। পরে করোনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে তাঁর। মাথায় জমাট বাঁধা রক্ত সড়াতে অস্ত্রপচার করা হয় তাঁর। এরপরেই অবস্থার অবনতি হতে থাকে তাঁর। অবশেষে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊