Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর




প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর 


সংবাদ একলব্যঃ 

৮৪ বছর বয়সে দিল্লীর আর্মি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে দেশের একাধিক পদে দায়িত্ব সামলেছেন তিনি। তিনি ছিলেন ভারতীয় রাজনীতির চাণক্য। 


গত কয়েকদিন কোমাচ্ছন্ন থাকার পর ৩১শে আগস্ট ২০২০, আজ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যু সংবাদ দেশবাসীকে টুইট করে জানান প্রণব বাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। বাড়িতে পরে গিয়ে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে, করোনা টেস্ট করালেও করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপর মাথায় জমাট বাঁধা রক্ত অস্ত্রপাচার করে সরানো হয়। এরপর, ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে তাঁর। চলে যান গভীর কোমায়। অবশেষে দিল্লীর আর্মি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দেশবাসী।


দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, 

দেশের উয়ন্নণে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন সুপণ্ডিত ও রাজনৈতিক জগতের স্তম্ভস্বরূপ। রাজনৈতিক জগতে দলমত নির্বিশেষে ও সমাজের সর্বস্তরের মানুষের কাছ তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।


দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে শোক প্রকাশ করেন। তিনি লেখেন- 

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত। তিনি ছিলেন সুগভীর অভিজ্ঞতার অধিকারী। চূড়ান্ত দায়বদ্ধতার মাধ্যমে দেশের সেবা করেছেন। প্রণবদার উজ্জ্বল রাজনৈতিক জীবন সমগ্র দেশের কাছেই গর্বের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code